সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামির মৃত্যু

আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :সাতক্ষীরা কারাগারে শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জেলা কারাগারের কারাধ্যক্ষ আবুল বাশার জানান।
মারা যাওয়া কয়েদি আব্দুস সাত্তার (৬০) জেলার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের লতিফ সানার ছেলে।

কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা জানান, ২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরার কলারোয়ায় সে সময়ের বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
কারাধ্যক্ষ আবুল বাশার জানান, বুকে যন্ত্রণা অনুভব করলে কয়েদি আব্দুস সাত্তারকে রাতে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, কারাগার থেকে রাত ৮:১০ মিনিটে আব্দুস সাত্তারকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা করে ১০ মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয়।
সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সাত্তারের লাশ তার স্বজনদের হাতে তুলে দেয়া হবে।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ