সাতসকালে তোলপাড় দিল্লি, ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি, পঠনপাঠন বন্ধ

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


সাতসকালে স্কুল খুলতেই ছড়াল আতঙ্ক। দিল্লি জুড়ে ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি। বোমা হামলায় পরপর স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। বোমাতঙ্কের জেরে স্কুল থেকে সমস্ত পড়ুয়াদের বাড়িতে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। চলছে উচ্চ পর্যায়ের তদন্ত।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে দিল্লির মোট ৪৪টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া ইমেল পাঠানো হয়েছে। ইমেলে হুমকি দেওয়া হয়েছে, বোমাগুলি ছোট ছোট। স্কুলের বিল্ডিং জুড়ে সেগুলি লুকিয়ে রাখা রয়েছে। ৩০ হাজার ডলার না পেলে বোমা নিষ্ক্রিয় করা হবে না বলেও হুমকি দিয়েছে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ইমেলগুলি রোববার রাত সাড়ে ১১টা নাগাদ পাঠানো হয়েছে। যেগুলি আজ সকালে নজরে পড়ে স্কুল কর্তৃপক্ষদের। ইমেলে এও বলা হয়েছে, ‘বোমা বিস্ফোরণে স্কুল বিল্ডিংয়ের বড়সড় ক্ষতি হবে না। তবে অনেকেই আহত হবে।’ ভোরবেলায় একাধিক স্কুল থেকে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।

ইতিমধ্যেই ৪৪টি স্কুলে পুলিশ, দমকল বাহিনী, ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড পৌঁছে তল্লাশি অভিযান চালিয়েছে। এখনও পর্যন্ত কোনও স্কুল থেকে বোমা পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরে মে মাসে দিল্লি, নয়ডা মিলিয়ে শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। আগস্ট মাসে রাজধানীর হাসপাতাল, শপিং মল মিলিয়ে ১০০ জায়গায় বোমা বিস্ফোরণের
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ