সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ

আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


চুক্তিভিত্তিক সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৪ আগস্ট) এক আদেশে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাপান, জার্মানি, সৌদি আরব ও মালদ্বীপে পদায়নকৃত রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশে ফেরত আসতে বলা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘অন্তর্র্বতীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার। ওই সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রদূতদের ফেরত আসতে বলা হয়েছে।’

কবে নাগাদ তারা ফেরত আসতে পারেন জানতে চাইলে তিনি বলেন, ‘যেকোনও রাষ্ট্রদূত হঠাৎ করে তার কর্মস্থল ত্যাগ করতে পারেন না। এর জন্য কিছু প্রটোকল আছে। রাষ্ট্রদূতরা ওইসব দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে শেষ সৌজন্য সাক্ষাৎ করবে এবং সবাইকে বিদায় জানাবে। এই সময়টুকু তাদের দিতে হবে।’

ফেরত আনা হবে যাদের

চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতদের মধ্যে কয়েকজন পেশাদার কূটনীতিক রয়েছেন। এছাড়া রয়েছেন সাবেক আমলা। তাদের মধ্যে একজন নৌবাহিনীর সদস্যও আছেন।

যুক্তরাষ্ট্র থেকে পেশাদার কূটনীতিক মোহাম্মাদ ইমরানকে দেশে ডেকে পাঠানো হয়েছে। তিনি ২০২০ থেকে চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব নেন ২০২২ সালের সেপ্টেম্বরে। এর আগে তিনি ভারতে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

সংযুক্ত আরব আমিরাত থেকে পেশাদার কূটনীতিক মো. আবু জাফরকে ফেরত আনা হচ্ছে। তিনি মার্চ ২০২২ থেকে চুক্তিভিত্তিক কাজ করছেন।

জার্মানি থেকে সাবেক আমলা মো. মোশাররফ হোসেন ভূইয়াকে দেশে ফেরত আনা হচ্ছে। তিনি সেপ্টেম্বর ২০২০ থেকে চুক্তিভিত্তিক পদে আছেন।

জাপান থেকে সাবেক আমলা শাহাবুদ্দিন আহমেদকে ডেকে পাঠানো হয়েছে। তিনি জানুয়ারি ২০২০ থেকে জাপানে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

সৌদি আরব থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ জাবেদ পাটোয়ারীকে ডেকে পাঠানো হয়েছে। তিনি আগস্ট ২০২০ থেকে চুক্তিভিত্তিক হিসাবে কাজ করছেন।

রাশিয়া থেকে কামরুল আহসানকে ফেরত আনা হচ্ছে। তিনি জানুয়ারি ২০২১ থেকে চুক্তিভিত্তিক হিসেবে কাজ করছেন।

মালদ্বীপ থেকে রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদকে ডেকে পাঠানো হয়েছে। ঢাকায় আসার পরে তিনি আবার নৌবাহিনীতে ফেরত যাবেন।

আরও কিছু পরিবর্তন

যুক্তরাষ্ট্র মিশনে প্রেষণে নিয়োজিত পুলিশ কর্মকর্তা এবং প্রথম সচিব অহিদুজ্জামান নুরকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়া প্রেষণে নিয়োজিত আরিফা রহমান রুমাকে ৩১ আগস্টের মধ্যে ঢাকা ফেরত আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কানাডা থেকে কাউন্সেলর মোবাশ্বিরা মিথিলা ফারজানা এবং অপর্ণা রানি পালকে ৩১ আগস্টের মধ্যে ঢাকা ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ