শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা সমাজ সেবা অধিদফতর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও জাতীয় অন্ধ সংস্থা রাজশাহীর উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবসে ‘আত্ম-নির্ভরশীলতার প্রতীক সাদাছড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ দিবস উদযাপন উপলক্ষে নগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার সদস্যরা অংশগ্রহণ করে। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রুবিনা ইয়াসমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিবসের উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান।
তিনি বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা বঞ্চিত মানুষের অংশ। এই বঞ্চিত মানুষের নিরাপত্তার জন্য তৈরি হয়েছে সাদাছড়ি আইন। সবাইকে এ আইন মেনে চলার আহবান জানান। আলোচনা সভার শেষে প্রতিবন্ধীদের হাতে একটি করে সাদাছড়ি তুলে দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর উপপুলিশ কমিশনার তানভির হায়দার চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল গণি প্রমুখ।্
এরআগে সকালে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। র্যালিটি সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।