রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
গত বছর এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দুর্দান্ত স্পেল করা মোহাম্মদ আমিরকে ‘সাধারণ’ বোলার বলেছিলেন রোহিত শর্মা। ভারতীয় ব্যাটসম্যানের ওই মন্তব্যের জবাব এতদিন পর দিলেন পাকিস্তানি পেসার। তবে জবাবটা বেশ অবাক করার মতো। কারণ কথার এ লড়াইয়ে পাল্টা আক্রমণে যাননি আমির, বরং রোহিতকে নিয়ে প্রশংসা ঝরেছে তার কণ্ঠে।
ঢাকায় গত বছরের এশিয়া কাপে ৪ ওভারে ১৮ রান দিয়ে ভারতের ৩ উইকেট নিয়েছিলেন আমির। যদিও ৮৩ রান করা পাকিস্তান হেরেছিল ৫ উইকেটে। ওই ম্যাচ শেষে আমিরকে নিয়ে অতি উচ্ছ্বাসের প্রতিক্রিয়ায় রোহিত বলেছিলেন, ‘তাকে নিয়ে বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে, আমি মনে করি না এতটা উচ্ছ্বসিত হওয়ার কিছু আছে। সে ভালো কিন্তু এটা বারবার তাকে প্রমাণ করে দেখাতে হবে। এখন অনেকে তাকে ওয়াসিম আকরামের সঙ্গে তুলনা করছে। তবে সে সাধারণ একজন বোলার। এমন নয় যে সে মাঠে নামলে সবাইকে আউট করে।’
কাকতালীয় ব্যাপার যে গত জুনে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে দারুণ ইনসুইংগারে রোহিতকে আউট করেন আমির। ৬ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ১৮০ রানের জয়ে অবদান রেখেছিলেন এ বাঁহাতি পেসার। মাঠেই জবাবটা দিয়ে দিয়েছিলেন আমির। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও রোহিতের ‘সাধারণ’ বোলারের মন্তব্য নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন তিনি।
উসকে দেওয়া প্রশ্নে বিনয়ের সঙ্গে উত্তর দিলেন আমির, ‘এটা আমার জন্য উদ্বেগের নয়। আমি শুধু আমার পারফরম্যান্স নিয়ে ভাবি। আমার দলের জন্য আমি খেলতে চাই। অন্যের মন্তব্য নিয়ে যদি আমি দুশ্চিন্তা করি তাহলে হতাশা বাড়বে, এজন্য আমি এগুলো এড়িয়ে চলি।’
আমির আরও বলেছেন, ‘প্রত্যেকের মতামত ব্যক্তিগত। হয়তো আমাকে নিয়ে এখন তার ধারণা বদলে গেছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, আমি কখনও তাকে সাধারণ ব্যাটসম্যান বলিনি। বরং আমি তাকে অসাধারণ ব্যাটসম্যান মনে করি। ভারতে তার রেকর্ড দারুণ এবং আমি তাকে শ্রদ্ধা করি।’ খালিজ টাইমস, জি নিউজ