সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা

আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


আর.ডি.এ কর্তৃক পূণর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে আটটায় আর.ডি.এ মার্কেটের ৩য় তলায় সমিতির নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি ফরিদ মামুন হাসান।

সভায় মার্কেটের সার্বিক সমস্যাবলী নিয়ে বিশদ আলোচনা হয়। মার্কেটের সকল সমস্যাবলী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সভাপতি ব্যবসায়ীসহ সকল ব্যবসায়ী সংগঠন, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি নীতার্ত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান। তিনি আরও বলেন, রাজশাহীর ব্যবসা-বানিজ্যের প্রাণকেন্দ্র সাহেব বাজার।

সাহেব বাজার ও আশে-পাশের মার্কেট গুলিতে ক্রেতা-সাধারণের যাতায়াতের সুবিধার্থে মণিচত্বর ও জিরোপয়েন্টের বেরিকেড খুলে দিয়ে দর্শনীয় গোল চতুর নির্মাণ অতীব জরুরী প্রয়োজন। কেননা এই সকল মার্কেটগুলিতে ক্রেতা সাধারণকে আসতে হলে আওয়ামীলীগ অফিস পেরিয়ে কুমারপাড়া মোড় হয়ে ঘুরে আসতে হয়।

সভায় বক্তব্য দেন, সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, রফিকুল ইসলাম, সাজেদুল ইসলাম, মো. সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশা প্রমুখ। সভাটি পরিচালনা করেন, সমিতির সহ সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতান মানু।

এ বিভাগের অন্যান্য সংবাদ