মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যে পরিণত হলো। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক। জীবনের আরেকটি নতুন ইনিংস শুরু করলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই বিয়ের খবর দিয়েছেন শোয়েব।
রূপকথার মতো ছিল শোয়ব-সানিয়ার বিয়ে। বীরজারা-র কাহিনি মনে করিয়ে দিয়েছিল সেই হাইপ্রোফাইল বিয়ে। ইদানীংকালে সানিয়ার সঙ্গে শোয়েবের বিচ্ছেদ নিয়ে জল্পনা-কল্পনা- গুঞ্জনের খবর চলছিল সংবাদ মাধ্যমে। সেই জল্পনাই সত্যে প্রমাণিত হল। শোয়েব মালিক বিয়ে করলেন সানা জাভেদকে। ইনস্টাগ্রামে সানার সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছেন শোয়েব স্বয়ং।
লিখেছেন, ‘আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’ সানিয়ার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে কিনা, তা অবশ্য আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি। সানিয়া নিজেও এবিষয়ে কোনো মন্তব্য করেননি। ভারতের তারকা নারী টেনিস খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনের ধারাভাষ্য দিতে ব্যস্ত। এর মধ্যেই খবর শোয়েব মালিক বিয়ে করলেন।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন