সানিয়া মির্জার অনন্য রেকর্ড

আপডেট: অক্টোবর ১৯, ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ

Sania
সোনার দেশ ডেস্ক
টেনিস ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের মধ্য দিয়ে ভারতকে বিশ্ব দরবারে প্রতি মুহূর্তে জানান দিয়ে যাচ্ছেন সানিয়া মির্জা। এবার ব্যাট হাতে অনন্য এক রেকর্ড গড়ে সেরাটা জানান দিলেন তিনি।
টানা ৮০ সপ্তাহ ধরে নারীদের দ্বৈত র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকলেন সানিয়া। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে যৌথভাবে এখনো শীর্ষে রয়েছেন তিনি। সানিয়া শীর্ষস্থানে ৮০ সপ্তাহ পূরণ করলেন মঙ্গলবার। এমন বিরল মাইলফলক স্পর্শ করে উচ্ছ্বসিত ভারতীয় এ টেনিস ললনা।
রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত সানিয়া টুইটারে জানান, ‘আজ টানা ৮০ সপ্তাহ দ্বৈত র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পূরণ করলাম। এটা আমার দারুণ এক পথচলা। এটা আমাকে আরো কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করবে।’
গত মৌসুমে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে সানিয়া টেনিস র‌্যাঙ্কিংয়ের দ্বৈতের শীর্ষে ওঠেন । চার্লসটনে ভলভো কার ওপেনের শিরোপা জয়ের পর তারা এই গৌরব অর্জন করেন। ভারতের কোনো টেনিস খেলোয়াড়ের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার এটাই প্রথম ঘটনা। রাইজিংবিডি