সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ১০ পিস নেশা জাতীয় ইনজেকশন এম্পুলসহ ফিরোজ হোসেন (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা। গ্রেফতারকৃত ফিরোজ উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়িরর উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ হোসেন নামের একজনকে মাদকসহ যুবক গ্রেফতার করা হয়। এ সময় তার প্যান্টের সামনের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস এম্পুল উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবতী বলেন, মামলা দায়েরের পর বুধবার (১৯ মার্চ) দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।