মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত সান্তাহার পৌরসভার উদ্দ্যগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন ও প্রচার অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে সপ্তাহ জুড়ে সান্তাহার পৌর শহরের প্রচার প্রচারনা চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার সকালে সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের নেতৃত্বে শোভাযাত্রা ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী হাবিবুল আলম, কাউন্সিলর কামরুল হাসান, আলাউদ্দিন হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর জাহানারা বেগমসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী।