বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে দুই দিনে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুরে সান্তাহার জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফরম থেকে অজ্ঞাত (৬০) বৃদ্ধের ও এবং সোমবার সকাল ৮ টায় অজ্ঞাত (৭০) বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, কর্মের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে স্টেশনের ৩ নম্বর প্লাটফরমের উত্তর পাশে ট্রেন থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধ নামার পর অসুস্থবোধ করার পর তার মৃত্যু হয়। এর আগে সোমবার সকালে রেলওয়ের টিকিট ঘর এলাকায় ৭০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তি বার্ধক্য জনিত কারনে অসুস্থ হয়ে মারা যায়। এ ঘটনায় রেলওয়ে থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।