সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সাপাহার (নওগাঁ)প্রতিনিধি:
আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নে নওগাঁর সাপাহারে ব্র্যাক সমন্বিত উন্নয়ন সর্মসূচী-ইনডিজেনাস পিপল্স অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনার সভাপতিত্বে সাপাহার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিবাসী জনগোষ্ঠির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উপর ব্যখ্যা দিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী-ইনডিজেনাস পিপল্স প্রজেক্ট এর আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আব্দুর রশিদ,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, সমাজ সেবা অফিসার সাজেদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচীর এলাকা ব্যাবস্থাপক নির্মল কেরকাটা প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগন, ইউনিয়ন পরিষদ চেয়াম্যান, সাংবাদিক, আদিবাসী প্রতিনিধিগন সহ সমাজের সুশীল সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।