সাপাহারে উন্নয়ন মেলা পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব

আপডেট: জানুয়ারি ১১, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

সাপাহার প্রতিনিধি


নওগাঁর সাপাহারে উন্নয়ন মেলা পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম সামসুজ্জামান।
উপজেলা চত্ত্বরে মেলার দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার বেলা ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম সামসুজ্জামান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, নির্বাহী কর্মকর্তা ফাহাদ পারভেজ বসুনীয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম গোলাম ফারুক হোসেন, মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সোলাইমান আলী, সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, নির্বাচন কর্মকর্তা মহা. তোজাম্মেল হক, ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে শাব্বীর, শিক্ষা কর্মকর্তা শহীদুল আলম, সমবায় কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ