মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে আবৃত্তি প্রতিষ্ঠান কণ্ঠশিখন-এর দেয়ালপত্রিকা ‘প্রজাপতি’ প্রকাশ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাপাহার প্রেসক্লাবের আহ্বায়ক তছলিম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপাহার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. নাজির উদ্দিন। কণ্ঠশিখনের নির্বাহী পরিচালক মাহফুজ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চোধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মঈদুল ইসলাম, পোরশা সরকারি কলেজের প্রভাষক মো. হারুনুর রশীদ ও এ্যাডভান্সড ক্যারিয়ার ইনস্টিটিউট রাজশাহীর পরিচালক মো. আক্তারুজ্জামান, সাপাহার প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক বাবুল আকতার।
প্রধান অতিথি প্রফেসর মো. নাজির উদ্দিন বলেন, ‘দেয়ালপত্রিকার মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটে। যা শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয়। এ ধরনের কার্যক্রম দেশের সকল প্রান্তে ছড়িয়ে দেয়া এখন সময়ের দাবি।’
উদ্বোধক মোঃ তছলিম উদ্দীন বলেন, ‘দেয়ালপত্রিকার মাধ্যমে সাপাহারকে আরো একধাপ এগিয়ে নিতে কণ্ঠশিখনের মতো আয়োজনের সংখ্যা বাড়াতে হবে।’
অনুষ্ঠানের সভাপতি মাহফুজ ফারুক বলেন, মাদক ও উগ্রবাদ থেকে প্রজন্মকে রক্ষা করতে একাডেমিক পড়ালেখার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি-বিজ্ঞান ও ক্রীড়া চর্চাকে অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রজাপতির সম্পাদক তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি পরিবেশন করেন কণ্ঠশিখনের শিক্ষার্থী মো. আবরার হোসেন ও শাহরিয়ার নাফিস।