রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সাপাহার প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ও স্বম্ভাবনাময় উন্নয়নের দ্বার স্থলবন্দর ও কাস্টমস করিডোরের জায়গা পরিদর্শন করলেন বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহফুজুল হক ভুঁইয়া ও নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার খঞ্জনপুর সীমান্তে বাংলাদেশ-ভারত সীমান্তের ২৫১ মেইন পিলার এলাকার নো ম্যান্স ল্যান্ড এরিয়া পরিদর্শন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহাদ পারভেজ বসুনীয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মত সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আ. লতিফ, খঞ্জনপুর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার রহমত উল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীসহ অন্যান উপজেরঅর চেয়ারম্যান ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহফুজুল হক সাপাহার বাসীকে স্থলবন্দর তৈরীতে সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। সাপাহার উপজেলায় স্থলবন্দর স্থাপিত হলে উপজেলায় একটি বৃহত্তর উন্নয়নের দ্বার উম্মোচিত হবে যার ফলে এখানকার সাধারণ খেটে খাওয়া হাজার হাজার মানুষের কর্মস্থান সৃষ্টি হবে।