সাপাহারে কোটি টাকার ক্ষতি

আপডেট: জুলাই ২৮, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


দেশের উদ্ভুত পরিস্থিতি ও কারফিউয়ের কারণে নওগাঁর সাপাহারে গত কয়েক দিনে আমচাষীদের প্রায় ৫ থেকে ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন একাধিক আমচাষী, বাগানমালিক ও আম সংশ্লিষ্টরা।

নওগাঁয় প্রতি মৌসুমে সাপাহার থেকে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকার আম বাণিজ্য হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে দেশে কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার দেশে কারফিউ জারি করে। সরকার জারিকৃত কারফিউতে খাদ্যদ্রব্য সরবরাহের পন্যবাহী পরিবহন এর আওতা মুক্ত থাকলেও দেশের বৃহত এই আমবাজারে আম ব্যাপারীরা গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার অজুহাতে বেশ কয়েকদিন আম কেনা বেচা হতে মুখ ফিরিয়ে নেন। ফলে চরম বিপাকে পড়ে এখানকার আমচাষীরা।

এবিষয়ে সাপাহার আমচাষী কল্যাণ সমিতির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী বলেন, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দেশব্যপি নৈরাজ্যে সৃষ্টি হলে সরকার তা নিয়ন্ত্রনে সারা দেশে কারফিউ জারি করলে ব্যাপারিরা আবারও সিন্ডিকেট তৈরি করে চাষীদের আম অর্ধেক দামে কেনা শরু করে। ফলে চাষীরা ক্ষতির সম্মুখীন হন। কারফিউর ৫দিনে কৃষকের বাগান থেকে সমান পরিমাণ আম বাজারে এলেও দাম কমে যাওয়ায় এখানকার কৃষক প্রায় ৫ থেকে ৬০০ কোটি টাকার ক্ষতির মধ্যে পড়েছেন।

আমচাষী সাপাহার উপজেলার মদনশিং গ্রামের মফিজ উদ্দীন, পিছলডাঙ্গা গ্রামের নাসির উদ্দীন, গোয়ালা গ্রামের আমিরুল ইসলাম বলেন, আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি। আগামী কয়েক দিনে হয়তো সে ক্ষতি পুশিয়ে নিতে পারব কি না? সে চিন্তায় আছি।
সাপাহার উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি জানান, কারফিউর ৫ দিনে চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ