শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সাপাহার প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে আবদুর রহিম (২৭) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় শরিফুল ইসলাম (৩৩) নামের এক গরু ব্যবসায়ী আহত অবস্থায় বিএসএফের কাছ থেকে পালিয়ে আসে। আটককৃত গরু ব্যবসায়ী আবদুর রহিম উপজেলার শিয়ালমারী (হাপানিয়া) গ্রামের আবদুল লতিফের ছেলে এবং আহত গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম একই গ্রামের বাদল উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ওই দুই গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের পান্নাপুর বিএসএফের সদস্যরা তাদের আটক করে মারধুর শুরু করে। এক পর্যায়ে গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম আহত অবস্থায় বিএসএফের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।
এ বিষয়ে পতœীতলা ১৪ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল খিজির খান ইঞ্জিনিয়ার লোকমুখে সংবাদটি শুনেছেন। এজন্য সত্যতা যাচাইয়ে বিএসএফর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।