মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার গ্রামীণ জনপদের মাত্র ২কিলোমিটার রাস্তা পাকাকরণ না হওয়ায় দীর্ঘ দিনের জনদুর্ভোগ এখন চরমে উঠেছে।
এলাকাবাসীর জনদাবীর ভিত্তিতে জানা গেছে উপজেলা সদর হতে মাত্র ৪কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাসুল ডাঙ্গা গ্রামের অবস্থান। সাপাহার গোদাগাড়ী/চাঁপাই নবাবগঞ্জের পাকা হাই রোডের পাশের্^ বাসুলডাঙ্গা গ্রাম হতে রাস্তাটি মাঠের মধ্য দিয়ে পিছলডাঙ্গা গ্রামের গ্রামীন পাকা রাস্তায় উঠেছে।
রাস্তাটির উভয় পাশের্^ হাজার হাজার বিঘা আমের বাগান প্রতি আম মৌসুমে এসব বাগান হতে বাগানিরা তাদের উৎপাদিত আম এই পথেই টলি, ভ্যান, অটোভ্যান সহ বিভিন্ন ধরনের যানবাহনে করে সাপাহার সদরে আমের বাজারে নিয়ে আসে। রাস্তাটি পাকা না হওয়ায় কাঁচা রাস্তায় সীমাহীন দুর্ভোগে পড়েন সকল আমচাষীরা হাজারো কষ্ট করে তাদের আমগুলি বাজারে নিয়ে আসেন।
এছাড়া পিছলডাঙ্গা, শাহাবাজপুর,দক্ষিনপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়া, মধ্যপাড়া, মলপাড়া, সিঙ্গাহার, ধবলডাঙ্গা, বিদ্যানন্দী, পানিতইড় ও বাসুলডাঙ্গা সহ ১০/১৫টি গ্রামের মানুষ প্রতিদিন ওই পথে চলাচল করে থাকে।
রাস্তাটি পাকাকরণ না হওয়ায় অনেকেই ২কিলোমিটার রাস্তা ব্যবহার না করে কমপক্ষে ১০ কিলোমিটার পথ ঘুরিয়ে সাপাহার সদরে আসা যাওয়া করেন। বিগত সরকারের শাসনামলে প্রতিটি ভোটের সময় এলে ইউপি চেয়ারম্যান, মেম্বার এমনকি এমপি মন্ত্রিরাও ওই রাস্তাটি পাকাকরণের আশ^াস দিয়ে এলাকাবাসীর নিকট ভোট প্রার্থনা করে থাকেন কিন্তু ভোট পেরিয়ে গেলেই আর রাস্তাটির কথা তাদের মনে থাকেনা ফলে বর্তমান সময় পর্যন্তও রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
হাজার হাজার বিঘা আমবাগান মালিক ও এলাকাবাসীদের বর্ণনাতিথ কষ্ট থেকে উদ্ধারের জন্য তারা দ্রুত উপজেলা সদরের নিকটবর্তী কর্দমাক্ত ওই কাঁচা রাস্তাটি পাকাকরনের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।