রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন
এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির,সমাজসেবক নুরল হক মাষ্টার প্রমূখ বক্তব্য প্রদান করেন।
উক্ত প্রস্তুতি মুলক সভা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সকলের মতামতের ভিত্তিত্বে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।