সাপাহারে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর সাপাহারে কৃষি প্রণোদনা হিসাবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ৪৫০ জন প্রান্তিক চাষির মাঝে মাশকালাই ও ১০০ জন চাষির মাঝে পেঁয়াজ বীজ সহ মোট ৫৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে মাশকালাই বীজ, ১০ কেজি করে ডিএপি,৫ কেজি করে এমওপি সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

উক্ত কৃষিপ্রনোদনা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন,সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন,কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।