রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সাপাহার প্রতিনিধি:
প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ ধাপের ১ম পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে সহকারি কমিশনার ভূমি শারমিন জাহান নুলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার এর উপস্থিতিতে সকল সাংবাদিক বৃন্দ ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন লিখিত ভাবে জানিয়েছে, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ ২ প্রকল্পের উদ্যোগ ও তত্ত্বাবধানে সারাদেশে জমি ও ঘর নেই (ক শ্রেণির ভূমিহীন পরিবার ) এমন পরিবারকে ২ শতক জমি ও গৃহ প্রদানপূর্বক এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
উপকারভোগী নির্বাচন, নির্বাচিত উপকারভোগীদের মাঝে খাস জমি বন্দোবস্ত এবং ঘরের গুণগত মান নিশ্চিত করে ইতিমধ্যে সারা দেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের গৃহ প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মার্চ সারাদেশে ৪৯,৪২৭ টি বাড়ি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা দেশে প্রথম পর্যায়ে ৬৯,৯০৪ টি ও দ্বিতীয় পর্যায়ে ৫৩,৩৪০ টি তৃতীয় পর্যায়ে২৬.২২৯ টি সহ মোট ১,৮২,৩৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হিসেবে পেয়েছেন ২ শতক জমি ও একটি সেমিপাকা ঘর।
ইতিমধ্যে এ উপজেলায় প্রথম পর্যায়ে ১২০ ও দ্বিতীয় পর্যায়ে ৬০ টি তৃতীয় পর্যায়ে ৫৫ টি মোট ২৩৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে।
এ পর্যায়ে অর্থাৎ চতুর্থ পর্যায়ে ৯৬ গৃহ নির্মাণ করা হয়েছে। এ পর্যায়ের ৯৬ টি বাড়ির মধ্যে নিশ্চিন্তপুর ভেড়াগুড়ি ৩২ ভূমি অফিসের নিকট তিন টক নিশ্চিন্তপুর ১৫ লালচান্দা ৩৬ রসুলপুর ১০ টি বাড়ি। পরবর্তীতে আরো ৮১টি বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে। জেলায় প্রথম পর্যায়ে ১০৫৬ দ্বিতীয় পর্যায়ে ৫০২ টি ও তৃতীয় পর্যায়ে ৭৩৭ টি সহ মোট ২২৯৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে।