সাপাহারে মাদকাসক্ত ছেলের ছোড়া ঢিলে মায়ের মৃত্যুর অভিযোগ।

আপডেট: জুন ৯, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ


সাপাহার নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর সাপাহারে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃদ্ধ মা’কে খুন করে পালিয়ে গেছে ছেলে সুদাশন চন্দ্র রবিদাস। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার এড়েন্দা মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায় ঘটনার দিন মৃত অনীল চন্দ্র রবিদাস এর ছেলে সুদাশন চন্দ্র রবিদাস (৪০) তার বৃদ্ধা মা’ শ্রীমতি ময়ের রাণী (৬০) এর কাছ থেকে নেশার টাকা চায় ।

তার মা’ ময়ের রাণী তাকে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং ক্ষিপ্ত হয়ে মাদক সেবী ছেলেকে ঝাড়ু দিয়ে পেটাতে থাকে। মাদকাসক্ত রবিদাস মা এর হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকা অবস্থায় মা’কে উদ্দেশ্য করে ছোড়া শক্ত মাটির ঢিল মা এর বুকে লাগলে বৃদ্ধা মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামের লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে তার বাড়ীর বারান্দায় রেখে মাথায় পানি ঢালার এক পর্যায়ে বৃদ্ধার মৃত্যু হয়।

মায়ের মৃত্যু জানতে পেরে সবার অগোচরে মাদকাসক্ত রবিদাস পালিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যায় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর করে লাশ থানা হেফাজতে নেন।

এবিষয়ে সাপাহার থানা ওসি হুমায়ুন কবির জানান, খুনের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।