শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে মোটর সাইকেল ও ট্রলির মুখেমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৪০) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু ও আব্দুল বারিক (৩৫) নামের অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
মৃত মোটর সাইকেল চালক পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার অর্জনপুর ভাবুক গ্রামের জসিমউদ্দীন এর ছেলে ও আহত বারিক বাঁকরইল গ্রামের বাবুল হোসেন এর ছেলে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার পোরশা পাকা রাস্তার তেঘুরিয়া মোড়ের অদুরে একটি ইট বোঝাই ট্রলি ও এক মোটর সাইকেল এর মুখোমুখী সংঘর্ষ বাধেঁ। এসময় মোটর সাইকেল চালক ফারুক ও অপর আরোহী বারিক মোটর সাইকেল হতে ছিটকে রাস্তায় পড়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে চালক ফারুক হোসেন ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। স্থানীয় লোকজন তড়িঘড়ি করে বেূলা দেড়টার দিকে তাদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেনকে মৃত্যু ঘোষনা করেন ও আহত বারিকের অবস্থা আশংকজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এর সাথে কথা হলে তিনি ঘটনা সত্য বলে জানান।