বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের বাদ চহেড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের অন্ধকারে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ।
ভুক্তভোগী ওই গ্রামের মৃতঃ আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম উল্লেখিত ঘটনায় স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা গেছে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযোগে বর্ণিত ব্যক্তিগণ সহ অজ্ঞাত আরও ২০-২৫ জন লোক পূর্ব শত্রুতার জেরে দলবদ্ধ হয়ে লাঠি-শোঠা, কান্তে, বল্লম হাতে নিয়ে অতর্কিত ভাবে তার বাড়িতে হামলা করে বাড়ি ভাংচুর করে আনুমানিক পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
বাড়ি ভাংচুরের সময় বাধা দিতে গেলে বাদী রেজাউলের বড় ভাই নুরুজ্জামান এবং ছোট ভাই মেসবাহুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন বেধড়ক মারধর করে এবং জখম করে চলে যায়।
উল্লেখ্য যে প্রতিপক্ষ ইব্রাহিম হোসেন বকুল দিং এর সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তা সমাধান হয়নি। ঘটনার রাতে পরিকল্পিতভাবে তারা ক্ষতিসাধনের লক্ষে এরুপ কর্মকাণ্ড সংঘটিত করেছে। ঘটনার সময় ভুক্তভোগীরা প্রাণভয়ে অন্যত্র পালিয়ে আত্মরক্ষা করে।
এ বিষয়ে প্রতিপক্ষের ইব্রাহিম হোসেন বকুলের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগে উল্লিখিত তথ্য সঠিক নয়। তাদের জমির উপর অবৈধ ভাবে ওই গোয়াল ঘর নির্মাণ করে তারা জমি দখল করে রাখে।
স্থানীয় ভাবে বার বার এ বিষয়ে শালিস বৈঠক বসে ও আপোষ মিমাংসার মাধ্যমে ওই পরিত্যক্ত গোয়াল ঘরটি সরিয়ে নিয়ে সম্পত্তির দখল ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হলেও তা অমান্য করে তারা সম্পত্তি দখলে রাখে। নিরুপায় হয়ে আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আমরা তাদের বিরুদ্ধে মামলা করি।
এই বিষয়টি জানতে পেরে তারা নিজেরাই ওই পরিত্যক্ত গোয়াল ঘরটি ভেঙ্গে নতুন করে মামলা দিয়ে আমাদেরকে হয়রানির চেষ্টা করছে। অভিযোগের ভিত্তিতে পরদিন থানার এসআই নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।