সাপাহারে সাবা আম গার্ডেনের ঘরে অগ্নিসংযোগ

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহারে উপজেলার গোয়ালা মাঠের সাবা আম গার্ডেনের অভ্যন্তরে অবস্থিত ঘর ও মাচা কে বা কাহারা শত্রুতা মুলক ভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে।
সাবা আম গার্ডেনের মালিক আনোয়ার হোসেন পারভেজ জানান, সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে বাগানের বিভিন্ন জিনিসপত্র সহ ঘর ও মাচায় আগুন ধরে দেয় কে বা কাহার।

এ সময় সাপাহারে ঘর, মাচা সহ ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে সম্পুর্ন ভস্ম হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় চার পাশের বেশ কিছু আমগাছ পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বাগান মালিক ভীষণ মর্মাহত তিনি উল্লেখিত ঘটনার সাথে জড়িত অপরাধীদের সনাক্ত করে শাস্তির জোর দাবি জানান।