সাপের কামড় খাওয়াই পেশা! এখনও পর্যন্ত ৬০০ সাপের বিষ সহ্য করেছেন এই ব্যক্তি, কারণ জানলে চোখে জল আসবে

আপডেট: মে ১০, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


প্রতিবছর প্রায় ৩০ লক্ষ মানুষ সাপের কামড়ে আহত হন। মারা যান লক্ষাধিক মানুষ। কেউ কেউ চিরকালের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সেই সমস্যা থেকে মানবসভ্যতাকে মুক্তি দিতে নিজের জীবন উৎসর্গ করেছেন আমেরিকার উইসকনসিনের বাসিন্দা টিম ফ্রিডি।

ঠিক কী করেন ফ্রিডি? খ্যাতনামা বিজ্ঞানপত্রিকা ‘সেল’ এর প্রতিবেদন অনুযায়ী ৫৭ বছর বয়সি টিম স্বেচ্ছায় নিজের শরীরে সাপের বিষ ঢোকান। ইতোমধ্যেই ৬৫০ রকমের বিষ নিজের শরীরে প্রবেশ করিয়েছেন তিনি। এর মধ্যে ২০০টি ক্ষেত্রে স্বেচ্ছায় সরাসরি সাপের কামড় খেয়েছেন তিনি। কিন্তু কেন এমন করেন তিনি? আসলে টিম কাজ করেন ইমিউনোলজিস্ট জেকব গ্ল্যানভিলের সঙ্গে। জেকব একটি বায়োটেকনোলজি সংস্থা চালান। এই সংস্থার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এমন একটি অ্যান্টিভেনম না বিষ প্রতিষেধক তৈরি করার যা একই সঙ্গে ১৬ ধরনের বিষাক্ত সাপের ছোবল থেকে রক্ষা করবে মানুষকে।

সানফ্রান্সিসকো শহরের এই গবেষণাগারে টিমের রক্ত পরীক্ষা করা হয়, এবং তাঁর রক্ত থেকে অ্যান্টিভেনম সংগ্রহ করা হয়। আসলে মানুষের দেহে যখন কোনও বিষাক্ত জিনিস প্রবেশ করে, তখন দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় তার বিরুদ্ধে এক ধরনের বিশেষ উপাদান তৈরি হয়, যা সেই বিষকে ধ্বংস করে। একেই বিশেষ প্রক্রিয়ায় রূপান্তরিত করে অ্যান্টিভেনম তৈরি হয়। গোখরো থেকে ভাইপার কোন ধরনের সাপের ছোবল খাননি টিম? থাকতে হয়েছে কোমাতেও। সংবাদমাধ্যমে টিম জানিয়েছেন, সাপের ছোবল খুবই যন্ত্রণাদায়ক। কিন্তু তিনি বৃহত্তর স্বার্থে এই কাজ চালিয়ে যেতে চান।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ