সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নারী ফুটবল দলের সদস্যসহ অন্যরা

সোনার দেশ ডেস্ক :


সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকাল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়।

বিকাল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওনা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছান সাফজয়ী নারী ফুটবলাররা।
দুই বছর আগে একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়ে এসেছিল প্রথম শিরোপা।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ