সাবেক এমপি আয়েনসহ ৩০ জনের নামে মামলা

আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনসহ ৩০ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পবা থানায় মামলা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে জেলার পবা উপজেলার বাঘাটা এলাকার আতাবুর রহমান নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেন।

মামলায় সাবেক এমপি আয়েন এবং তার সহযোগীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, অস্ত্র প্রদর্শন ও প্রতিপক্ষ লোকজনকে মারধরের অভিযোগ আনা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে নওহাটা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাবেক এমপি আয়েন এবং নওহাটা পৌরসভার সাবেক মেয়র হাফিজ উদ্দিন হাফিজের নির্দেশে তাদের সহযোগীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর আসামিরা প্রতিপক্ষের লোকজনকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখান। এসময় প্রাণভয়ে লোকজন পালিয়ে যান। কয়েকজন হামলায় আহত হন। এর মাধ্যমে তারা ভোটকেন্দ্র দখলে নেন।

সে সময় বাদী পবা থানায় মামলা দায়েরের জন্য যান। কিন্তু আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণে থানা মামলা নেয়নি।
এ ব্যাপারে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার আসামিরা আত্মগোপনে রয়েছেন। তবে আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছি।