শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ ৩- আসন (বদলগাছী, মহাদেবপুর) আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরীকে হাজার হাজার মুসল্লি ও রাজনৈতিক নেতাকর্মি ও জনগনের সিক্ত ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত করা হলো তাঁর পারিবারিক কবরস্থানে। তাঁর দলের নিবেদিত কর্মি হাফেজ মাবুদ হাসান জানাজা নামাজে ঈমামতি করেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় চাকরাইল গ্রামে রেজওয়ান ক্লাব মাঠে আয়োজিত জানাজা নামাজে শরিক হয়ে বর্তমান সাংসদ ছলিম উদ্দিন তরফদার, সাবেক সচিব এনামুল কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবু খালেদ বুলু সহ দলের বিভিন্নস্তরের নেতা কর্মি শোক জানিয়ে বক্তব্য রাখেন। জানজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গত সোমবার তাঁর মৃত্যুর খবর ছরিয়ে পড়লে বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় যে কোন সভা, সেমিনার, অনুষ্ঠানের আয়োজন করা হলেও তা স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।