সাবেক ছাত্রলীগ নেতা রাজীবের স্মরণে দোয়া মাহফিল

আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজের শাখা সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ রাজীবের ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া ও ইফতারি বিতরণ করা হয়। রোববার (৩১ মার্চ) বিকেলে নগরীর হেঁতেম খা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ইফতারি বিতরণ করেন নেতৃবৃন্দ।

সাবেক ছাত্রলীগ নেতা রাজীবের দোয়া মাহফিল ও ইফতারি বিতরণে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ডা. রাজীব স্মৃতি সংসদের সদস্য সচিব একে ফরহাদ রাসেল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসম্পাদক আবুল বাসার রাহাত ছাত্রলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ডা. রাজীব স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ