রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:মোহনপুরে পুকুর খননের দ্বন্দ্বের জেরে হামলার মামলায় ছাত্রলীগ নেতা লিটন মোল্লা লিখনসহ তিনজনকে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ। অপর দুই আসামীরা হলেন পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সিভেটর যন্ত্রের চালক জাফরুল এবং নাজমুল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার আমরাইল-বাদেজুল বিলে অপরিকল্পিত ভাবে দুশো বিঘা জমি জুড়ে পুকুর খনন করছিলেন ধুরইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লিখন মোল্লা। যার কারণে স্থানীয় কৃষকদের হাজার বিঘা জমির ফসলহানি শঙ্কা তৈরি হয়। এরই প্রতিবাদে শনিবার বিকেল ৪ টার দিকে স্থানীয়রা পুকুর খনন বন্ধের দাবী জানালে ছাত্রলীগ নেতা লিটনের নেতৃতাধিন বাহিনী হামলা চালায়। এসময় হামলায় উপজেলার বাকশিমইল গ্রামের সেলিম রেজা, চাঁেন্দাপাড়া গ্রামের নাজমুল হাসান এবং পোল্লাকুড়ি গ্রামের সোহেল রানা গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩জনকে আটক করে থানায় আনে। রাতে নাজমুল হোসাইন বাদী হয়ে ধুরইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন মোল্লা লিখনসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল বলেন পুকুর খননকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় লিখনসহ তিনজন আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।