সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু’র ৩য় মৃত্যুবার্ষিকী রোববার

আপডেট: এপ্রিল ১, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সাবেক এমপি (পরপর ৫ বার নির্বাচিত) পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলুর ৩য় মৃত্যুবার্ষিকী রোববার (২ মার্চ)।

এ উপলক্ষে ঈশ্বরদী শহরের আলীবর্দী রোডের বাসভবন ও তার গ্রামের বাড়ি লক্ষীকুন্ডাতে বিভিন্ন মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পারিবারিকভাবে তার কবর জিয়ারত, বিশেষ দোয়াসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে তাঁর মৃত্যুবার্ষিকী। এসব আয়োজনে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন সাবেক ভূমিমন্ত্রী মরহুম শামসুর রহমান শরীফ ডিলু’র সহধর্মিনী মিসেস কামরুন নাহার শরীফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ