সাবেক সহকারী প্রকৌশলী সেলিম রেজা খানের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

আপডেট: জুলাই ২৮, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী মহানগরীর ২৮নং ওয়ার্ডের কাজলা নিবাসী ও রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার সাবেক সহকারী প্রকৌশলী মোঃ সেলিম রেজা খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র ।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মোঃ সেলিম রেজা খান শনিবার দিবাগত রাত ১১টায় ঢাকা মুন্সিগঞ্জে তার শশুর বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।