সাভারে এবার দিনদুপুরে যাত্রীবাহী বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ

শুভযাত্রা পরিবহনের একটি বাসে ঘটে এ ঘটনা

সোনার দেশ ডেস্ক:


এবার দিনের বেলায় ঢাকার সাভারের একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় মানিকগঞ্জ থেকে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাসের হেলপারসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বাসটিতে থাকা একাধিক যাত্রী বলেন, মানিকগঞ্জ থেকে ঢাকার গাবতলীর উদ্দেশে যাচ্ছিল বাসটি । বেলা সাড়ে ১২টার দিকে যাত্রী নিতে পুলিশ টাউন এলাকায় ব্রিজের কাছাকাছি থামালে দুজন ব্যক্তি বাসে ওঠে। পরে তারা বাসটিতে উঠেই ছোট চাকু হাতে বাসের সামনের দিকের সিটে থাকা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, ম্যানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে বাসের পেছন দিকে গেলে সেখানে থাকা কয়েকজন যাত্রী তাদের ছিনতাইয়ে বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা সেখানে থাকা যাত্রীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বাস থেকে নেমে যায়।

ছিনতাইয়ের শিকার এক নারী যাত্রী বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে ধানমন্ডি যাওয়ার জন্য বাসটিতে উঠেছিলাম। ব্যাংক টাউন পার হওয়ার পর বাসে দুজন ছিনতাইকারী ওঠে। ছিনতাইকারীরা প্রথমে বাসের সামনের দিকে দুজনের কাছ থেকে এবং পরে অন্যান্য যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। আমার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে একজন বাধা দিলে বাকি যাত্রীরাও এগিয়ে আসেন। তখন ছিনতাইকারীরা কয়েকজনকে ছুরিকাঘাত করে।’

আজাদ নামে বাসের আরেক যাত্রী বলেন, ‘ছিনতাইকারী দুজনের হাতে ছোট চাকু ছিল। তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ম্যানিব্যাগ, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে যাওয়ার পর কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। একপর্যায়ে যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালকের সহকারীসহ তিন জন আহত হন। দুজনের পায়ে এবং একজনের হাতে মারাত্মক জখম হয়েছে। পরে দ্রুতই তারা বাস থেকে নেমে পালিয়ে যায়।’ বাসে প্রায় ১৫-২০ জন যাত্রী ছিল বলেও জানান তিনি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, ‘এমন একটি ঘটনার সংবাদ আমরা পেয়েছি। তবে ভিকটিমদের সঙ্গে এখনও আমরা সরাসরি কথা বলতে পারিনি। কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

এর আগে, গত বছরের ২০ ডিসেম্বর রাতেও একই ঘটনা ঘটে সাভারে। সিঅ্যান্ডবি সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গাড়িটি ঢাকা হতে চন্দ্রা যাচ্ছিল। ছিনতাইকারীরা ধারালো চুরি ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের নগদ টাকা, মোবাইল, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রীসহ আনুমানিক ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।
জানা যায়, সে সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম (৩৫) নামে এক যাত্রী গুরুতর আহত হলে তাকে জাবির চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আরও খারাপ হলে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন