বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পৃথিবীর আকাশে আজকাল এক বিশেষ অতিথি, যাকে অনেকে মজার ছলে পৃথিবীর “দ্বিতীয় চাঁদ” বলছে। এটি আসলে ২০২৩ এফডাব্লু ১৩ নামের একটি ক্ষুদ্র মহাজাগতিক বস্তু, যা কুইজি-স্যাটেলাইট হিসেবে পরিচিত। চাঁদের মতো এটি পৃথিবীর সঙ্গে জুড়ে নয়, বরং সূর্য এবং পৃথিবীর সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে এটিকে ধরা যায় এক ধরনের সাময়িক অতিথি হিসেবে।
মজার ব্যাপার হল, এই কুইজি-স্যাটেলাইট যেন এই সময়ে আমাদের “থ্যাংকসগিভিং” উপলক্ষে পৃথিবীর কাছে ঘুরতে এসেছে। একে আমরা কল্পনায় পৃথিবী এবং সূর্যের মহাজাগতিক সন্তান ভাবতে পারি, যারা তাদের “মহাজাগতিক বাবা-মা”র সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবার নিজের পথে চলে যাবে। বিজ্ঞানীদের মতে, এটি খুবই ছোট মাত্র কয়েক মিটার চওড়া।
এটি পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে প্রতি বছর একটি প্রদক্ষিণ সম্পন্ন করে কিন্তু তা পৃথিবীর চাঁদের মতো স্থায়ী নয়। এটি অদূর ভবিষ্যতে আমাদের কাছ থেকে বিদায় নেবে এবং মহাশূন্যে নিজের পথে চলে যাবে। এই “অস্থায়ী চাঁদ” আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব কতটা বিশাল এবং বিস্ময়কর। পৃথিবীর নিত্যসঙ্গী চাঁদ ছাড়াও এমন কত অতিথি যে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা হয়তো এখনও জানিই না। কল্পনা করুন, আকাশের সেই দ্বিতীয় ছোট্ট চাঁদটা যেন এক মুহূর্তের জন্য আমাদের দিকে তাকিয়ে বলছে ধন্যবাদ।
পৃথিবী এবং চাঁদের কাছে সে এসেছে কিছুদিনের জন্য থাকতে। তারপর সেখান থেকে বিদায় নেবে সে। এর মাঝে তাকে নিয়ে এত কাহিনী-জল্পনা। সবকিছুকে পিছনে ফেলে সে এগিয়ে যাবে নিজের পথে। হারিয়ে যাবে নিজের গতিপথে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন