রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
‘মূল্যবোধের অবক্ষয় রুখবো, মানবিক সমাজ গড়বো’ শীর্ষক স্লোগানে মঙ্গলবার রাজধানীতে শুরু হল জাতীয় পথ নাট্যোৎসব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দিনব্যাপী চলবে এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুন নবী বলেন, “আজকের দিনে এসেও আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলতে হচ্ছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আজ। সেখান থেকে আজ আমাদের উত্তরণ করতে হবে। সে যুদ্ধে লড়বে পথনাটক। তবে একে মানুষের আরও কাছে নিয়ে যেতে হবে।” জাতীয় সংগীত পরিবেশনা ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শুরু হয় উৎসব। এতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী। স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শুরু হওয়া পথনাটক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এর শিল্পমান বিচারে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান রামেন্দু মজুমদার। তিনি বলেন, “মঞ্চনাটকের সীমাবদ্ধতা হল, অনেক মানুষের কাছে সরাসরি পৌঁছানো যায় না। কিন্তু পথনাটকের তা নেই। চলমান ঘটনাবলীকে উপজীব্য করে নির্মিত পথনাটকগুলো কালক্রমে হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ শিল্পমাধ্যম।” “তবে এবার এর শিল্পমান বজায় রেখে উপস্থাপন করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।” গোলাম কুদ্দুছ বলেন, “নানা সঙ্কটে পথনাটক উৎসব আমাদের সাহসী করে তুলেছে।” উৎসবের উদ্বোধনী দিনে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যধারার পথনাটক ‘জলে ভাসা পদ্ম’। বুধবার প্রদর্শিত হবে থিয়েটার আরামবাগের ‘ফলাফল নিম্নচাপ’; খেয়ালী নাট্যগোষ্ঠীর ‘রক্তাক্ত ফাগুন’; তীর্থকের ‘নজর বন্দি’; মুক্তালয় নাট্যাঙ্গন ‘ঘুম’ ও নাট্যযোদ্ধার ‘বুদ্ধি’। আয়োজকরা জানান, প্রতিদিন বিকাল ৪টা থেকে পথনাটক প্রদর্শিত হবে। এবার ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ৪০টি নাট্য সংগঠন উৎসবের মঞ্চে নাটক পরিবেশন করবে। জাতীয় পথনাট্যোৎসব ২০১৭-এর আয়োজনে দেশের ৮টি বিভাগে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে প্রদর্শিত হবে পথনাটক। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের নাট্য আন্দোলনের অংশ হিসেবে ১৯৮৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় পথনাট্যোৎসব। এবারের আয়োজনের মাধ্যমে জাতীয় পথনাট্যোৎসব ৩২তম বছরে পদার্পন করল।-বিডিনিউজ