সাম্যের কবি

আপডেট: মে ২৬, ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ণ

জেসমিন নাহার:


কবি বলেছিলে তুমি
সাম্যের কথা
ভেদহীন পুরুষ রমণীর কথা
আমি জেগে আছি
জেগে থাকার প্রহরে প্রহরে তুমি আছো
বিদ্রোহের বাতাবরনে যে বাতাস
সে বাতাস ফুসফুস জুড়ে।

সাম্যের বাক্য হয়ে উড়ে আর উড়ে
আমার অস্বিত্বের ভূভাগে
নতুন নতুন মহাকাশ ফুঁড়ে