বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইকো-স্মার্ট ডাস্টবিন স্থাপন করেছে। ক্লাবের ‘পরিবেশ সপ্তাহ ২০২৪’ পালনের অংশ হিসেবে সোমবার (৩ জুন) পরিবহণ চত্বরে এগুলো স্থাপন করা হয়।
অনাড়ম্বর আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান।
আয়োজকরা জানান, ক্যাম্পাসের ১৩টি স্থানে প্লাস্টিক, পচনশীল ও কাচ এই তিন ধরনের ‘ইকো-স্মার্ট ডাস্টবিন’ স্থাপনের পাশাপাশি ৬টি সাধারণ ডাস্টবিনও স্থাপন করা হচ্ছে। ক্লাবের এই উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা প্রদান করছে।