শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সবচেয়ে বড় পেনিস এঁকে ফেললেন এক ব্যক্তি। পেনিসটি লম্বায় প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ। জিপিএসের মাধ্যমে ইউকের দক্ষিণ ওয়েলসে এই পেনিস আঁকেন ৩৯ বছরের ওই ব্যক্তি। কারণ হিসেবে বলেছেন, পুরুষদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সম্বন্ধে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি।
ভদ্রলোকের নাম টেরি রোসোম্যান এবং তাঁর বন্ধু রবিন হার্স্ট মিলে রুট ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে এই আকৃতির মানচিত্র এঁকে রেকর্ড সৃষ্টি করেছেন। তাঁর বক্তব্য এই ম্যাপ ব্যবহার করা হবে অর্থ সংগ্রহের জন্যও।
এটি আঁকতে সময় লেগেছে একদিন বা ২৪ ঘণ্টারও কম সময়। জানা গিয়েছে, রোসোমান গত শুক্রবার এক নভেম্বর স্থানীয় সময় বিকেল ৫ টা নাগাদ অ্যাবার্গেভেনি রেলস্টেশনে অভিযান শুরু করেন এবং পরের দিন ২ নভেম্বর বিকেল সাড়ে চারটার আগে পুনরায় একই স্থানে ফিরে আসেন।
জানা গিয়েছে, নভেম্বরে এই প্ল্যান বাস্তবায়িত করলেও গত জুলাই মাসেই এই পরিকল্পনা নিয়েছিলেন রোসোম্যান। কিন্তু সেই সময় অনেকেই বিষয়টি নিয়ে কৌতুক করতে শুরু করেন। কেউ কেউ আবার হেসেও উড়িয়ে দেন বিষয়টি। নভেম্বর থেকেই লোকে অর্থসাহায্য করবে বলেই আশাবাদী তিনি।
ভদ্রলোক পেশায় বিজ্ঞাপন কৌশলী। কেন হঠাৎ করে নিলেন এরকম সিদ্ধান্ত? তিনি বলছেন, ২০১৩ সালে জীবনের সবচেয়ে খারাপ সময় কাটিয়েছেন। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই বিধ্বস্ত ছিলেন রোসোম্যান। অস্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য তিনি মারা যেতে পারেন যে কোনও মুহূর্তে এই উপলব্ধি থেকে তাগিদ অনুভব করেন পুরুষদের জন্য কিছু করার।
তাঁর এই ম্যাপিং তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
সেই রাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন নেটিজেনদের সঙ্গে। বলছেন, সারারাত শুধু দৌড়েছেন। পিঠে ছিল রুকস্যাক। অন্তত ১০ বার তিনি ওয়াইফাই ম্যাপিং করেছেন। একইসঙ্গে যোগ করছেন, নভেম্বর থেকেই পুরুষদের জন্য টাকা উঠতে শুরু করবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন