বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
হঠাৎ কানে আসছে আওয়াজ। সে এক রহস্যময় শব্দ। কাঁপছে পৃথিবী। কোথা থেকে আসছে এই শব্দ? কেন হচ্ছে এমন? তাহলে কি এর পেছনে এলিয়েন? দানা বাঁধছিল নানা জল্পনা। সারা বিশ্বের নানা প্রান্ত থেকে শোনা যাচ্ছিল সেই শব্দ। নয় দিন ধরে এই নিয়ে পৃথিবী তোলপাড়। কেন এই অদ্ভূতূড়ে আওয়াজ মিলছে না কোনও উত্তর। ধাঁধায় বিজ্ঞানীরা।
শুরু এই শব্দের উৎস সন্ধানের খোঁজ। খোঁজ করে পাওয়া গেল গ্রীণল্যান্ডের পূর্বপ্রান্তের একটি বস্তু থেকে আসছে এই আওয়াজ। বৈজ্ঞানিক পরিভাষায় তার নাম ভলড়ৎফ।
এটি কী? যে কোনও হিমবাহ, অ্যান্টার্কটিকা, আর্কটিক এবং উত্তর বা দক্ষিণ গোলার্ধের শেষপ্রান্তে বরফে আবৃত এলাকায় এই জিনিস ঘটতে পারে। হিমবাহ ঘর্ষণের ফলে ইউ আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। যখন সমুদ্র প্লাবিত হয়ে এই অংশে প্রবেশ করে তখন তাকে fjord বলে।
এবার প্রশ্ন আসে এই আওয়াজ কেন?
এর ব্যাখ্যা দেওয়া হয়েছে সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায়। সেখানে বলা হয়েছে, ওই অঞ্চলে হিমবাহটির পুরুত্ব কয়েক দশক ধরে ক্রমাগত কমতে থাকে, যার কারণে বরফের পাহাড় ধসে পড়ে। এতেই শুরু হয় কম্পন যা সারা বিশ্বজুড়ে শোনা যেতে থাকে। এই কম্পন যে তরঙ্গের ফলে শুরু হয়েছিল তার নাম বৈজ্ঞানিক পরিভাষায় সিসমিক তরঙ্গ।
প্রথমে বিজ্ঞানীমহলে এই কম্পনের কারণ হিসেবে এলিয়েনের হাত আছে কি না তা নিয়ে জল্পনা শুরু হতে থাকে। চলে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা। জানা গিয়েছে, এতে অংশ নিয়েছিলেন বিশ্বের ১৫ টি দেশের ৭০ জন বিজ্ঞানী।
লাগাতার পরীক্ষা-নিরীক্ষার নয়দিন পর আওয়াজের উৎসস্হল খুঁজে বের করা হয়, জানা যায় আওয়াজ আসছে গ্রীণল্যান্ড থেকে। সামনে আসে এই আওয়াজের পেছনের আসল রহস্য। বিজ্ঞানীরা আশ্বাস দিয়ে জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই, এর পিছনে রয়েছে প্রাকৃতিক কারণ। এই ঘটনা ভবিষ্যতেও হতে পারে।
তথ্যসূতক্র: আজকাল অনলাইন