সার্বিয়ায় পাঠানোর কথা বলে ২৭ লাখ টাকা নিয়ে উধাও

আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৪, ১:৫২ অপরাহ্ণ


তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে বিদেশ (সার্বিয়া) পাঠানোর কথা বলে পাঁচ জনের কাছ থেকে ২৭ লাখ টাকা নিয়ে আবু হানিফ সুমন (৪২) নামে একজন উধাও হবার অভিযোগ পাওয়া গেছে। সুমন উপজেলার মদনডাঙ্গা গ্রামের আনিছুর সরদারের ছেলে। প্রতিকার চেয়ে প্রতারনার স্বীকার পাঁচ জন আত্রাই থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে, প্রায় বছর খানেক আগে বিদেশ (সার্বিয়া) পাঠানোর নামে জন প্রতি ৮ লাখ বিশ হাজার টাকা দেওয়ার চুক্তি হয় সুমনের সাথে। চুক্তির পর রুপালী ব্যাংকের ৬২০৫০১০০০৪০১২ নম্বরে ২/৩ লাখ করে এবং অবশিষ্ট নগদে গ্রহণ করেন সুমন।

সব মিলে ফিরোজ খাঁন(৩৬) নিকট থেকে ৫ লাখ পঞ্চাশ হাজার, মোফাজ্জল হোসেন (২৪) নিকট থেকে ৭ লাখ পঞ্চাশ হাজার, শাকিব খান (২৩) নিকট থেকে ৬ লাখ পঞ্চাশ হাজার, মাধব (৪২) নিকট থেকে ৩ লাখ ষাট হাজার, গোলাম মোর্ত্তজা (৩৫) নিকট থেকে ৪ লাখ টাকা এবং প্রত্যেকের পাসপোর্ট জমানেন অভিযুক্ত সুমন।

দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এবং বাদীদের বিদেশে পাঠাতে ব্যর্থ হলে সুমনের কাছ থেকে টাকা ফেরত চাইতে গেলে বাদীদের প্রাণনাসের হুমকি দেন সুমন।

এবিষয়ে অভিযুক্ত আবু হানিফ সুমনের বাড়ী মদনডাঙ্গায় গিয়ে তার দেখা পাওয়া যায়নি। তার ব্যবহৃত ০১৭৭৮ ০৮৮৪১৮ ও ০১৭৯২৩৫১৬৫৫ মোবাইল দুটিতে কল দিলে বন্ধ পাওয়া যায়।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।