সালমানকে ক্রিকেট তারকা বানাতে চেয়েছিলেন তার বাবা!

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



ছেলেকে অভিনেতা নয় বরং ক্রিকেটার বানাতে চেয়েছিলেন সালমান খানের বাবা সেলিম খান! এ সময়ের জনপ্রিয় অভিনেতা সালমান খান। কিন্তু ছেলেবেলায় তাকে নিতে হয়েছে ক্রিকেটার হওয়ার তালিম! সম্প্রতি ‘টনি প্রিমিয়ার লীগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন সালমানের বড় ভাই ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সোহেল খান।
আইএনএস’কে সোহেল খান বলেন, “আব্বা চাইতেন আমাদের দুইভায়ের মধ্যে একজন ক্রিকেটার হোক। সেজন্য আমাদের নিয়মিত জিমনেশিয়ামে অনুশীলন করতেও নিয়ে যেতেন। যদিও আমরা কেউই ক্রিকেটার হইনি তবে দু’জনই ক্রিকেটের অনেক ভক্ত।”
এর আগে এক সাক্ষাতকারে সালমান খান জানিয়েছিলেন, তার বাবা জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান সব সময় চাইতেন তিনি ক্রিকেটার হোক! সালমান বলেন, ক্রিকেটের প্রতি টান থাকলেও পেশা হিসেবে ক্রিকেটকে নিতে চাননি তিনি। এ কারণে বাবার সামনে ইচ্ছে করে খারাপ খেলতেন তিনি।
ক্রিকেটার না হলেও জনপ্রিয় কোনো ক্রিকেট খেলোয়াড়ের জীবনী নিয়ে সিনেমা বানাতে চান সোহেল খান।  এ ক্ষেত্রে সুনীল গাওস্কার, শচিন তেন্ডুলকার ও বিরাট কোহলিকে নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে তার।

এ বিভাগের অন্যান্য সংবাদ