সালমানকে ক্ষমা চাইতে হবে, বিষ্ণোই গ্যাঙের নতুন নিদান!

আপডেট: মে ১৫, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনার পর থেকে একের পর এক গ্রেফতারির ঘটনা ঘটছে। এদিকে বিষ্ণোই গ্যাঙের পক্ষ থেকে নাকি সালমান খানকে নয়া নিদান দেয়া হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অল ইন্ডিয়া বিষ্ণোই সোসাইটির প্রেসিডেন্ট দেবেন্দ্র বুদিয়া জানিয়েছেন সালমান যদি ক্ষমা চান তাহলে তাঁরা সে বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন।

‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিঙের সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমানের বিরুদ্ধে। আর এই কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে দেবতুল্য। তাই এই অভিযোগে অভিযুক্ত হওয়ার পর থেকেই বিষ্ণোই গ্যাঙের রোষানলে পড়েন সালমান।

একাধিকবার তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। পয়লা বৈশাখের নেপথ্যেও তাঁর ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ