সাহেব বাজারে অসুস্থ গরু জবাই, কশাইকে জরিমানা

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


অসুুস্থ গরু জবাই করে মাংস প্রস্তুতকালে সাব্বির নামের এক কশাইকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর সাহেব বাজার মাংস পট্টিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচারক ইব্রাহীম হোসেন এই জরিমানা করেন।

জানা গেছে, পরবর্তিতে সেখান থেকে অসুুস্থ গরুটি উদ্ধার করে সিটি হাটের পাশে ময়লার ভাগাড়ে পুঁতে রাখা হয়। একই সাথে আশেপাশের কশাইদের সতর্র্ক করা ছাড়াও এমন কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়।

এই অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন উপস্থিত ছিলেন। তিনি জানান, কশাই সাব্বির একটি অসুুস্থ গরু জবাই করেছে। এরপরে গরুটির শরীর থেকে চামড়া ছাড়াচ্ছিল কশাই সাব্বিরসহ তার কয়েকজন সহযোগীরা। এসময় অসুুস্থ গরুটির শরীরে ঘাঁ এর ক্ষত লক্ষ্য করা গেছে। গরুটি ভীষণ অসুস্থ ছিল। কিন্তু এই কশাই অসুস্থ গরু জবাই করে তার মাংস বিক্রির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ