শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখা। বৃহষ্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কলেজ চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার সভাপতি রাশিক দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার সকল নেতাকর্মীবৃন্দ।