সিংড়ায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি


নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের ছাত্র প্রতিনিধি মোঃ শিশির মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য দেন নাটোরের ছাত্র প্রতিনিধি উদয় মিজান, সিংড়া উপজেলা ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আব্দুল মমিন, আদনান সরকার, নিস্তাক বিল্টু, শোয়াইব তামজিদ ও সজিব সরদার।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা একজন মানবিক, সৎ ও দক্ষ মানুষ। তিনি সবসময় ন্যায়ের পক্ষে। জুলাইয়ের আন্দোলনের সময় তিনি ছাত্র-জনতার সাথে ছিলেন, সিংড়ার সার্বিক পরিস্থিতি ভালো রেখেছেন। তার বদলি সিংড়ার জনগণ মেনে নেবে না। তাই অবিলম্বে তার বদলি আদেশ প্রত্যাহার করে সিংড়ায় বহাল রাখা হোক।

মানববন্ধনে আগামী ১২ঘণ্টার মধ্যে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা’র বদলি আদেশ প্রত্যাহার করা না হলে অনশন ও সিংড়া উপজেলার সকল সরকারি অফিসের কার্যক্রম বন্ধের হুশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) এক প্রজ্ঞাপনে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে বাগাতিপাড়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়।

Exit mobile version