রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমুলের দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মাদ নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য মুফতী মুহিবুল্লাহ্, নাটোর জেলা সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, সেক্রেটারী এম এম ওমর ফারুক প্রমুখ।
এরপর উপজেলার ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি এবং পৌরসভার দায়িত্বশীলদের গোপন ভোটের মাধ্যমে মতামত গ্রহণ করা হয়।