সিংড়ায় খাল দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি


নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খাল দখলমুক্ত চেয়ে পোস্ট করার ২৪ ঘণ্টা না হতেই ‘স্মার্ট অ্যাকশন’ জেলা মিটিং এ থেকেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।



জানা যায়, রোববার রাতে সিংড়া পৌরসভার দমদমা এলাকার বাবুল হাসান বকুল নামের একজন তাঁর ফেসবুকে দমদমা ঈদগাহ মাঠের পূর্ব দিকের খালটি দখলমুক্ত চেয়ে পোস্ট করেন। তৎক্ষণাৎ ইউএনও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সেই ফেসবুকে মন্তব্য করেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া থানা ও উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় জাল অপসারণ করে খাল দখলমুক্ত করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী বলেন, আমরা লক্ষ্য করেছি, ইউএনও মহোদয় সিংড়ায় যোগদানের পর থেকেই নদী-খাল দখলমুক্ত করছেন। নদী বা বিলে অবৈধ বাঁনার বাধ ও সৌঁতিজাল উচ্ছেদে অত্যন্ত ভালো ভূমিকা রাখছেন তিনি। এছাড়া যেকোনো বিষয়ে কেউ কিছু জানালে ইউএনও স্মার্ট অ্যাকশনে সমাধান করে দিয়ে থাকেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, গতকাল ( রোববার) ফেসবুকে একটি পোস্ট নজরে পড়লে খাল দখলমুক্ত করার আশ্বাস দেই। তারই পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) দুপুরে খাল দখলমুক্ত করেছি। জনগণ প্রশাসনের পাশে থাকলে ও সহযোগিতা করলে কাজ করা সহজ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ