বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে সমাবেশ করে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম বুলবুল, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।