মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেছেন, আ.লীগ একাত্তরের কালো রাতের মত নেট বন্ধ করে দেশবাসীকে অন্ধকারে রেখে গণহত্যা চালিয়েছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তারা। বাকশালি কায়দায় রাজনৈতিক নিয়ন্ত্রণ করে দলকে অঘোষিত নিষিদ্ধ ঘোষণা করেছে এই আ.লীগ। রাজাকার ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগ সকল আন্দোলনকে অন্যখাতে নেয়ার চেষ্টা করেছে। সেই রাজাকার ট্যাগেই শেখ হাসিনার পতন হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতার রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় চৌগ্রাম স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান।
চৌগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুলের সভাপতিত্বে ও জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মো. ইউসুফ আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন, অধ্যাপক সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ.ব.ম. আমান উল্লাহ্, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর সেক্রেটারী মো. মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের প্রচার ও যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান হোসেন প্রমুখ।